ডিজিটাল ওয়ার্ল্ড - ২০১৪

Posted by Mahabubur Rahman On শনিবার, ৭ জুন, ২০১৪ 0 comments
আজ বিকেলে গিয়েছিলাম "ডিজিটাল ওয়ার্ল্ড -২০১৪" তে। ভালো উদ্দোগ। মাঝেমাঝে এরকম উদ্দোগ নেয়া দরকার, আর একটা জিনিস দরকার আর সেটা হলো প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং সফটওয়ার কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করা।
এবারের মোলার প্রধান উদ্দোগ গুলোর মধ্যে অন্যতম ছিলো জব ফেয়ার।আমার কাছে এই উদ্দোগটা আসাধারন লেগেছে। ধন্যবাদ ঐসব কোম্পানিকে যারা এমন একটা উদ্দোগ নিয়েছেন।
অন্যান্য সবসময়ের মত এবারও বিভিন্ন বিষয়ের উপর সেমিনির আয়োজন করা হয়। আজকোর সেমিনারের বিষয়টা ছিলো ওয়ার্ডপ্রেস। আশাকরি যারা ঐ সেমিনারে অংশগ্রহন করছেন তারা কমবেশি উপকৃত হয়েছেন।
সর্বপরি এমন একটা উদ্দোগ নেয়ার জন্য উদ্দাক্তাদের ধন্যবাদ।


READ MORE
জাভািস্কপ্টের ব্যাবহার করে খুব সহযেই বর্তমান URL নেয়া যায় নিচের এই ছোট কোডের মাধ্যমে
$(document).ready(function() {
document.URL;
alert(document.URL);
});

READ MORE

ইউটিউব এপিআই থেকে ইউটিউব ভিডিও এর থাম্বনেইল নেয়ার পদ্ধতি

Posted by Mahabubur Rahman On মঙ্গলবার, ৩ জুন, ২০১৪ 0 comments
যদি আপনার একটা ইউটিউব ভিডিও ইউআরএল থাকে সেটা থেকে ইউটিউব এপিআই ব্যবহার করে কি ভাবে এর থাম্বনেইল নিবেন ? আজকের এ বিষয় নিয়ে আলোচনা হবে ।
প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ৪টি সাধারন ছবি থাকে । এগুলো নিচের ফর্মেটে থাকে -

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/0.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/1.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/2.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/3.jpg 

এর মধ্যে প্রথমটি হল বড় ছবি আর বাকি গুলো থাম্বনেইল ।আর ডিফল্ট থাম্বনেইল ছবি হলো :
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/default.jpg
উচ্চমান সম্পন্ন থাম্বনেইল ছবি পেতে :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/hqdefault.jpg
মধ্যম মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/mqdefault.jpg
একই ভাবে স্ট্যান্ডার্ড মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য ব্যবহার করুন :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/sddefault.jpg
সর্বচ্চ মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য ব্যবহার করুন :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/maxresdefault.jpg
উপরের সবগুলোই https এ ও ব্যবহার করা যাবে । শুধু http এর পরিবর্তে https ব্যবহার করতে হবে ।একই ভাবে হোস নাম img.youtube.com এর পরিবর্তে i3.ytimg.com ও কাজ করবে।


তাছাড়া আপনি YouTube Data API (v3) থেকে অথবা পুরোনো ভার্সন YouTube API v2.0 থেকে আপনার প্রয়োজনীয় থাম্বনেইল পেতে পারেন।
সবাইকে ধন্যবাদ।

More Details on Mahabubur Rahman
READ MORE

ফাইল ডাউনলোড করুন ডাউনলোড ম্যানেজার দিয়ে

Posted by Mahabubur Rahman On বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩ 0 comments
বড় কোন ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করাই বাঞ্চনিয় । এক্ষেত্রে আপনি IDM বা Orbit Downloader ব্যাবহার করতে পারেন । এগুলো আপনি ইন্টার্নেট থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন । IDM অবশ্য কিছুদিন ব্যাবহারের পর রেজিস্ট্রেশনের ঝামেলা করে, কন্তিু Orbit Downloader এ তেমন কোন ঝামেলা নেই ।

এখান থেকে Orbit Downloader 4.1.1.18 ভার্সন ডাউনলোড করুন ।

অথবা

এখান থেকে  Orbit Downloader এর যেকোনো ভার্সন ডাউনলোড করুন । 
READ MORE
বিজয় একাত্তর ২০১২ ডাউনলোড করুন খুবই সহজে ।
এই লিঙ্ক এ ক্লিক করুন। 
READ MORE