ইউটিউব এপিআই থেকে ইউটিউব ভিডিও এর থাম্বনেইল নেয়ার পদ্ধতি

Posted by Mahabubur Rahman On মঙ্গলবার, ৩ জুন, ২০১৪ 0 comments
যদি আপনার একটা ইউটিউব ভিডিও ইউআরএল থাকে সেটা থেকে ইউটিউব এপিআই ব্যবহার করে কি ভাবে এর থাম্বনেইল নিবেন ? আজকের এ বিষয় নিয়ে আলোচনা হবে ।
প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ৪টি সাধারন ছবি থাকে । এগুলো নিচের ফর্মেটে থাকে -

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/0.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/1.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/2.jpg
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/3.jpg 

এর মধ্যে প্রথমটি হল বড় ছবি আর বাকি গুলো থাম্বনেইল ।আর ডিফল্ট থাম্বনেইল ছবি হলো :
http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/default.jpg
উচ্চমান সম্পন্ন থাম্বনেইল ছবি পেতে :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/hqdefault.jpg
মধ্যম মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/mqdefault.jpg
একই ভাবে স্ট্যান্ডার্ড মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য ব্যবহার করুন :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/sddefault.jpg
সর্বচ্চ মান সম্পন্ন থাম্বনেইল ছবির জন্য ব্যবহার করুন :

http://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/maxresdefault.jpg
উপরের সবগুলোই https এ ও ব্যবহার করা যাবে । শুধু http এর পরিবর্তে https ব্যবহার করতে হবে ।একই ভাবে হোস নাম img.youtube.com এর পরিবর্তে i3.ytimg.com ও কাজ করবে।


তাছাড়া আপনি YouTube Data API (v3) থেকে অথবা পুরোনো ভার্সন YouTube API v2.0 থেকে আপনার প্রয়োজনীয় থাম্বনেইল পেতে পারেন।
সবাইকে ধন্যবাদ।

More Details on Mahabubur Rahman

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন