ডিজিটাল ওয়ার্ল্ড - ২০১৪

Posted by Mahabubur Rahman On শনিবার, ৭ জুন, ২০১৪ 0 comments
আজ বিকেলে গিয়েছিলাম "ডিজিটাল ওয়ার্ল্ড -২০১৪" তে। ভালো উদ্দোগ। মাঝেমাঝে এরকম উদ্দোগ নেয়া দরকার, আর একটা জিনিস দরকার আর সেটা হলো প্রত্যেক বিশ্ববিদ্যালয় এবং সফটওয়ার কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করা।
এবারের মোলার প্রধান উদ্দোগ গুলোর মধ্যে অন্যতম ছিলো জব ফেয়ার।আমার কাছে এই উদ্দোগটা আসাধারন লেগেছে। ধন্যবাদ ঐসব কোম্পানিকে যারা এমন একটা উদ্দোগ নিয়েছেন।
অন্যান্য সবসময়ের মত এবারও বিভিন্ন বিষয়ের উপর সেমিনির আয়োজন করা হয়। আজকোর সেমিনারের বিষয়টা ছিলো ওয়ার্ডপ্রেস। আশাকরি যারা ঐ সেমিনারে অংশগ্রহন করছেন তারা কমবেশি উপকৃত হয়েছেন।
সর্বপরি এমন একটা উদ্দোগ নেয়ার জন্য উদ্দাক্তাদের ধন্যবাদ।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন